করোনা ভাইরাস; আপনার করণীয়

আক্রান্ত এলাকা পরিহার করা
রাসূল ﷺ মহামারী আক্রান্ত স্থানে প্রবেশ করতে এবং আক্রান্ত স্থান থেকে বের হতে নিষেধ করেছেন, যাতে রোগ ছড়িয়ে না পড়ে।
[বুখারী : ৫৭২৮]

বেশি বেশি তাওবাহ করা
যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা, পাপাচার দেখা দেয় তখন আল্লাহ সেই জাতির উপর এমন সব মহামারী বা দূর্যোগ নাযিল করেন যা পূর্বে ছিল না। [ইবনে মাজাহ]

স্বাস্থ্যবিধি মেনে চলা
চিকিৎসকের পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, হালাল খাবার খাওয়া পরিষ্কার-পরিচ্ছনা থাকা, মাস্ক ব্যবহার করা।

বিশেষ দো’আ করা
এধরণের রোগ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে রাসূল ﷺ নিম্নোক্ত দো’আ পাঠ করতেন।

اَللَّھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَسَیِّءِ الْاَسْقَامِ
অর্থ : হে আল্লাহ অবশ্যই আমি তোমার কাছে ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সব ধরনের মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
[আবু দাউদ, তিরমিযী, সহিহ নাসাঈ ৩/১১১৬]