কবে বেড়াতে যাচ্ছেন?

রাসূল ﷺ যখন সফরে বের হতেন তখন বৃহস্পতিবার বের হতেন।
কা‘ব ইবনে মালেক (রা:) ‘আনহু হতে বর্ণিত, নবী ﷺ তাবুক অভিযানে বৃহস্পতিবার বের হলেন। আর তিনি বৃহস্পতিবার (সফরে) বের হওয়া পছন্দ করতেন। [বুখারী, মুসলিম]

রাসূল ﷺ যখনই কোন সফরে যাবার ইচ্ছা করতেন তখন বৃহস্পতিবারেই যাত্রা করতেন। [বুখারী : ২৯৪৯]