মনে রাখাবেন মীকাত থেকে ইহরাম করার মাধ্যমে আপনি ইহরামরত আছেন। অর্থাৎ উমরাহ শেষ না করা পর্যন্ত অনেক হালাল কাজই আপনার জন্য হালাল না। তাওয়াফ শুরুর আগ পর্যন্ত মুখে উচ্চারণের মাধ্যমে উচ্চস্বরে তালবিয়াহ পড়বেন। নারীরা আস্তে আস্তে উচ্চারণ করে তালবিয়াহ পড়বেন।
বিশ্রাম শেষে আপনি হোটেল থেকে বেরিয়ে সরাসরি মাসজিদুল হারামে যাবেন। এরপর তাওয়াফ শুরু করবেন। যদি দেখেন কোন সালাতের জামাআত চলছে তাহলে সব আগে জামাআতে শামিল হয়ে সালাত শেষ করবেন। এমনকি যদি তাওয়াফ চলাকালীন সময়ে জামাআত শুরু হয় তাহলে তাওয়াফ বন্ধ করে জামাআতে শামিল হবেন। সালাত শেষে তাওয়াফের বাকি অংশটুকু যে চক্করে সালাতের জন্য থেমেছিলেন সেই স্থান থেকে শুরু করে তাওয়াফ সম্পন্ন করবেন। তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমকে সামনে রেখে কোন ফাঁকা স্থানে দু’ রাকাআত তাওয়াফের সালাত আদায় করবেন। এরপর জমজমের পানি পান করবেন। যতটুকু সম্ভব পেট ভরে পানি পান করবেন। এরপর সাঈ করবেন। সাঈ সাফা থেকে শুরু করতে হয়। সাফা থেকে মারওয়াই গেলে একবার এবং মারওয়া থেকে আবার সাফাতে ফিরে এলে আরেকবার। এভাবে সাঁতবার করবেন। অর্থাৎ সাফা থেকে সাঈ শুরু করলে মারওয়ায় গিয়ে শেষ হবে। সাঈ শেষ হলে চুল কাটিয়ে হালাল হয়ে যাবেন। পুরুষরা সেলুনে চুল কাটাবেন। নারীরা হোটেলে ফিরে চুলের আগা ছাঁটবেন।
আমরা উপরে খুবই সংক্ষিপ্তভাবে উমরাহর ধারাবাহিক বর্ণনা দিয়েছি। বিস্তারিত বর্ণনার জন্য অবশ্যই আপনাকে উমরাহর উপরে লিখিত ভাল কোন বই পড়ে নিতে হবে। যা আমরা আগের পর্বগুলিতে উল্লেখ করেছি।