ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদি জমা দেওয়ার পর আপনার করণীয় হবে উমরাহর জন্য প্রয়োজনীয় বিভিন্ন দোআ মুখস্থ করা। ইহরাম কীভাবে করবেন, কখন করবেন, ইহরাম অবস্থা জায়েজ এবং হারাম কাজ সমূহ, মক্কায় পৌঁছানোর পর করণীয়, উমরাহর যাবতীয় নিয়মকানুন ইত্যাদি সম্পর্কে পড়াশোনা করা। এগুলো করতে গিয়ে মানুষ কিছু বিদআত এবং অতিরঞ্জন করে ফেলেন, সেদিকে সাবধান এবং সতর্ক থাকতে হবে।
উমরাহ শুধু মাত্র একটি ইবাদাত নয়, বরং এটি মক্কা-মদীনার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের বিশেষ সুযোগ। এসব ঐতিহাসিক স্থান সম্পর্কে আগে থেকে একটু পড়াশোনা করে নিলে আপনি যখন ঐসব স্থান পরিদর্শন করবেন তখন অন্তর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়টা অনুভব করতে পারবেন। যা আপনার মনের মধ্যে প্রফুল্লতা বয়ে আনবে এবং আপনার উমরাহকে সার্থক এবং পরিপূর্ণ করবে।
এছাড়াও যখন সৌদি ভ্রমন করবেন তখনকার সময়ে সেখানে কি ধরনের আবহাওয়া থাকবে, সে অনুযায়ী পূর্ব-প্রস্তুতিও গ্রহন করতে পারেন। জরুরী ঔষধপত্রও সংগ্রহে রাখা উচিত। কারণ সেখানে সাধারণ চিকিৎসা সস্তা হলেও ঔষধের দাম বাংলাদেশের চেয়ে বেশি। মক্কা-মদীনায় থাকাকালীন সময়ে কিছু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, এজন্য কিছু রিয়াল সংগ্রহ করে রাখাও জরুরী।