ashurar siyam er fojilot ebong bistarito

আশুরার সিয়ামের ফজিলত এবং বিস্তারিত

আশুরার সিয়ামের ফজিলত

এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল ﷺ বলেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন [সহিহ মুসলিম : ১১৬২]।

কীভাবে শুরু হল আশুরার সিয়াম?

মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষে ইয়াহুদীরাও এ দিন সিয়াম পালন করতেন।
নবী ﷺ মদিনায় হিজরতের পর দেখেন ইয়াহুদীরা এ দিনে সিয়াম পালন করছে। নবী ﷺ বললেন, আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তােমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সে দিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন [বুখারি : ১৮৬৫]।

কেন ১০ তারিখের পাশাপাশি ৯ তারিখেও সিয়াম রাখা উচিত?

রাসূল ﷺ ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইয়াহুদিরাও সিয়াম রাখে তাই তাদের ব্যতিক্রম করার জন্য ৯ মুহাররামেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূল ﷺ বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ এবং ১০ দুদিনই সিয়াম রাখবাে [সহিহ মুসলিম : ১৯১৬]।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain