kagoj kuriye hajj

কাগজ কুড়িয়ে হজ্জ

২৬ বছর ধরে ঝাড়ুদারের কাজ করে টাকা জমিয়ে ম্যারিয়ানি হজ্জে গিয়েছিলেন। ইন্দোনেশিয়ান এই বিধবা মহিলা ১৯৯৩ সাল থেকে টাকা জমানো শুরু করেছিলেন।

ঝাড়ু দিয়ে ময়লা গুছিয়ে সেখান থেকে প্লাস্টিক, বোতল, কার্ডবোর্ড ইত্যাদি সংগ্রহ করে তিনি বাজারে বিক্রি করতেন।
কখনও নদী থেকে বালু সংগ্রহ করে তা বিক্রি করে টাকা জমাতেন।

এভাবে হজ্জের জন্য প্রয়োজনীয় টাকা তিনি ২৬ বছর ধরে জমিয়েছিল।

২৬ বছর ধরে কঠোর পরিশ্রম করে ৬৮ বছর বয়সে হজ্জে গিয়েছিলেন ম্যারিয়ানি।
সূত্র : Anadolu

Share This Article
Tareq Hussain
Tareq Hussain